খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

স্বপ্নতরীতে ওদের স্বপ্ন ছোঁয়ার প্রত্যয়

অভয়নগর প্রতিনিধি

ওরা শতজন; বালিকা বলে আর দূরে ঠেলা নয়। বাল্য বিয়েকে দু’পায়ে ঠেলে চোখে স্বপ্ন জয়ের প্রত্যয় নিয়ে বুকে স্বপ্ন জয়ের বাসনা। আর সেই বাসনা পূরণে করতে এবার ওরা পেলো স্বপ্ন জয়ের স্বপ্ন তরী। স্বপ্ন তরীতে (বাই সাইকেল) চড়ে ওরা স্বপ্ন জয় করে দেশকে এগিয়ে নেয়ার দূরন্ত প্রত্যয় জানিয়েছে।

বলছিলাম যশোর জেলার অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শত বালিকার কথা। যারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এ বিদ্যালয়ে শিক্ষার্জনের জন্য আসে। পথে নানা প্রতিকূলতা তবুও ওরা এগিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর। আর সেই স্বপ্ন পূরণে পথের শত প্রতিকূলতা থেকে রক্ষা করতে শত বালিকার মাঝে ‘স্বপ্ন তরী’ (বাই সাইকেল) নিয়ে এলো প্রাণ আরএফএল। তারা এ বিদ্যালেয়ের শতাধিক বালিকার মাঝে বাইসাইকেল বিতরণ করে স্বপ্ন জয়ের পথ সহজ করে দিয়েছেন।

শনিবার সকাল ১০ টায় মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ সাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সাইকেল বিতরণ করেন।

বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি সাবেক পৌর কাউন্সিলর আব্দুল গফ্ফার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোরের সিনিয়র কর কমিশনার মোঃ মেয়াজ্জেম হোসেন, খুলনা করাঞ্চলের কর কমিশনার মোঃ ফারুক আহমেদ, আপিল বিভাগের কর কমিশনার আ স ম ওয়াহিদুজ্জামান, খুলনাঞ্চলের কাস্টমস কমিশনার মোঃ শামসুল ইসলাম, বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু প্রমুখ।

সাইকেল পেয়ে তুমুল উচ্ছ্বাসে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা। তারা শত বাঁধা টপকে সাইকেল নামক এ স্বপ্ন তরীতে চড়ে আগামীর স্বপ্ন জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন। আর কোন বাঁধাই তাদের হারাতে পারবেনা এমনটাই প্রত্যয় তাদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘এগুলো কেবল বাই সাইকেল নয়, এগুলো স্বপ্ন তরী। স্বপ্ন তরীতে চড়ে আমাদের মেয়েরা আগামী দিনের স্বপ্ন জয় করবেই।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিলোচন কুমার সাহা প্রতিক্রিয়া ব্যক্ত করেন, আমি গর্বিত। আমার শিশুরা আগামীর স্বপ্নে জয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাদের সাফল্যের সোনালী দিনে পৌছাতে এ স্বপ্ন তরী প্রেরণা হিসেবে কাজ করবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!