উনিশ বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন এক হতভাগ্য স্বামী। তিনি যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের রবিন চন্দ্র রায়। সোমবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) গোলাম কবির এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন অভিযুক্তের কৌশলী ব্যারিস্টার রিফাত রেজওয়ান সেতু।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২২ জুলাই সকালে কোতোয়ালি থানা পুলিশ জগহাটি গ্রাম থেকে রবিন চন্দ্র রায়ের স্ত্রী লাকী রায়ের মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ পরিবারের কাছ থেকে জানতে পারে দীর্ঘদিনের পিঠের ব্যাথা সহ্য করতে না পেরে ২১ জুলাই রাতে লাকী রায় আত্মহত্যা করেন। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। কিন্তু চিকিৎসকদের দেওয়া ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়, লাকী রায়কে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরই প্রেক্ষিতে কোতয়ালি থানার এসআই সোহরাব হোসেন যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ এনে রবিন চন্দ্র রায়ের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় সাক্ষীদের দেওয়া সাক্ষ্যে প্রমাণিত হয়েছে লাকী রায় আত্মহত্যা করেছিলেন। ঘটনার সময় তার স্বামী রবিন চন্দ্র রায় চৌগাছা উপজেলার সলুয়া বাজারে তার সেলুনের দোকানে ছিলেন। এ কারণে রবিন চন্দ্র রায় নির্দোষ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে খালাসের আদেশ দিয়েছেন।
খুলনা গেজেট/কেডি