খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফসল কাটা নিয়ে চাঁপাই নাবাবগঞ্জ চোকা-কিরণগঞ্জ সিমান্তে উত্তেজনা, ককটেল বিস্ফোরণ বেশ কয়েকজন আহত; সমাধানের চেষ্টায় বিজিবি-বিএসএফ
  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

সৌরশক্তি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাত : ফিল্ড অফিসারের চার বছরের জেল, জ‌রিমানা

নিজস্ব প্রতিবেদক

Coat

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) আওতায় সৌর শক্তি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানের ফিল্ড অফিসার আঃ মান্নানকে চার বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে আত্মসাৎকৃত দুই লাখ ৭৬ হাজার ৬২২ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক ড. ওয়াহিদুজ্জামান শিকদার এই রায় প্রদান করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক)’র পিপি আইনজীবী খন্দকার মজিবর রহমান তথ্য নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্ত আঃ মান্নান সাতক্ষীরার কালিগঞ্জের সৌর শক্তি উন্নয়ন প্রকল্পের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। রায় ঘোষণার সময় আঃ মান্নান আদালতে অনুপস্থিত ছিলেন।

জানা যায়, ২০০৯ সালের ২২ মার্চ থেকে ২০১২ সাল পর্যন্ত কালিগঞ্জ শাখায় কর্মরত থাকাকালে আঃ মান্নান সৌর প্যানেল বিক্রি ও ভুয়া প্রকল্প দেখিয়ে প্রায় দুই লাখ ৭৬ হাজার ৬২২ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দন্ডবিধির ৪০৯, ৪৬৭, ৪৬৮ ও ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫ (২) ধারায় প্রকল্পের উপজেলা শাখা কর্মকর্তা আঃ মাজেদ ৎ২০১২ সালে ২৭ জুন সাতক্ষীরা দকালিগঞ্জ থানায় মামলা করেন। দুদক সহকারি পরিচালক মোহাঃ মোশাররফ হোসেন এ ঘটনায় তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

খুলনা গেজেট/এমজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!