পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের আগে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ৭৩ বছরের ঐতিহ্যবাহী এ সংগঠনটির রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতা পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদেরকেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দায়িত্ব নিতে হবে। এ জন্য প্রতিটি পাড়া মহল্লার সংগঠনকে শক্তিশালী করতে হবে। তিনি সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ আয়োজিত ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জেলা ছাত্রলীগনেতা পার্থ প্রতীম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এজাজ শফী, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, আওয়ামী লীগ নেতা নির্মল অধিকারী, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, প্রভাষক ময়নুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, দাউদ শরীফ। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুবলীগনেতা আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম, মানবেন্দ্র মন্ডল, কেডি বাবু, আকরামুল ইসলাম, জেলা ছাত্রলীগনেতা মাসুদুর রহমান মানিক, সালাউদ্দীন কাদের, আল-ইদ্রিস, ছাত্রলীগনেতা শাহীন শাহ বাদশা। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও কেক কাটা হয়।
খুলনা গেজেট/এ হোসেন