খুলনা, বাংলাদেশ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আগামীকাল ১২৭ পুলিশ কর্মকর্তার সাথে প্রধান উপদেষ্টার বৈঠক
  মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুম-খুনের ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে : তারেক রহমান

সেবা সপ্তাহে র‌্যাব-৬’র স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যাব-৬ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় খুলনার ব্যাটালিয়ন সদর দপ্তরে অধিনায়ক লে: কর্নেল রওশনুল ফিরোজের সার্বিক উপস্থিতিতে ও সরাসরি তত্ত্বাবধানে কর্মসূচির সূচনা করা হয়।

অনুষ্ঠানের সূচনালগ্নে অধিনায়ক রক্তদাতা র‌্যাব সদস্যদের প্রতি শুভেচ্ছা বক্তব্য প্রদান এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। র‌্যাব-৬ সদস্যদের রক্তদান নিরাপদ ভাবে সম্পন্ন করতে খুলনা মেডিকেল কলেজ এর ‘সন্ধানী’ এবং ‘রক্ত পরিসঞ্চালন’ বিভাগের দক্ষ টিমের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে রক্তদান কর্মসূচি পরিচালিত হয়। এ সময় র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তা এবং নারী সদস্যসহ অন্যান্য সকল পদবীদের স্বতর্স্ফূত রক্তদানের মাধ্যমে র‌্যাব-৬ এর প্রায় র্অধশতাধিক র‌্যাব সদস্যের রক্ত সংগ্রহ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!