নড়াইলে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশ সেনাবহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহম্মেদ এর পক্ষ থেকে ১ হাজার দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) সেনা বাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এর আয়োজনে নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নের করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার বিতরণ করা হয়।
সেনা প্রধানের পক্ষ থেকে সকলকে পোলাও এর চাউল, সাধারণ চাউল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল, তেলসহ বিভিন্ন উপকরণের প্যাকেট তুলে দেওয়া হয়। এসময় যশোর সেনানিবাসের উর্দ্ধতন কর্মকর্তা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর পৈত্রিক নিবাস নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রাম। সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করবার পর তিনি এ বছরের ৪ জানুয়ারী তিনি করফা গ্রামে পৈত্রিক ভিটায় ঘুরে যান। এসময় তিনি সেখানে তার পিতা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক এস এম রোকন উদ্দিন আ্হমেদের নামে ১০ শয্যা বিশিষ্ঠ মা ও শিশুকেন্দ্র হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার সাত শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এরপর তিনি নড়াইল জেলায় বাস্তবায়নাধীন রেল প্রজেক্টের আওতাধীন সিমান্তবর্তী গোপালগঞ্জের কালনাসেতুর রেল সংযোগ প্রকল্প ও লোহাগড়ায় অবস্থিত মধুমতি আর্মি ক্যাম্প পরিদর্শন করেন।