ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো হাওয়ায় বিপদে পড়েন উপকূলীয় দাকোপ উপজেলার ঝুলন্ত পাড়ার বাসিন্দারা। পরে বন কর্মীরা তাদের উদ্ধার করে কালাবগী ফরেস্ট স্টেশনে নিয়ে যান। সেখানে তাদের রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ঝুলন্ত পাড়ার অবস্থান। নদীর তীরে অস্থায়ী ঘরগুলো ঝড়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাদের আশপাশে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নেই।
কালাবগী ফরেস্ট অফিসের স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জুয়েল বলেন, ঘূর্ণিঝড়ে কালাবগীর ঝুলন্ত পাড়ার বাসিন্দারা আতংকে ছিলেন। তাদের উদ্ধার করে ফরেস্ট অফিসে নিয়ে আসা হয়েছে। বনকর্মীরা সবাই মিলে তাদের রাতের ও সকালের খাবারের ব্যবস্থা করেছে। ঝড় কমলে তাদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয়া হবে।