খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল
  পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

সিপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম-মাহমদুল্লাহ-মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে খেলার প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান এবং মাহমুদউল¬াহ রিয়াদ। তারা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এর মধ্যে তামিমকে ৯০ হাজার ডলারে চুক্তির প্রস্তাব দিয়েছিল একটি ফ্র্যাঞ্চাইজি। তামিম সেই প্রস্তাবে রাজি হননি। মূলত করোনা পরিস্থিতির কথা ভেবেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। পরিবারের পক্ষ থেকে নিরাপত্তার কথা বলায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘প্রস্তাবটি যথেষ্টই আকর্ষণীয় ছিল। তবে অনেক কিছু ভাবনায় রাখতে হয়েছে আমাকে। প্রথমত, আমাদের দেশের করোনাভাইরাস পরিস্থিতি এখনও খুব ভালো নয়। আমি খেলতে যাওয়ার পর আমার পরিবারের কেউ আক্রান্ত হলে দ্রুত ফিরে আসা খুব কঠিন। ক্যারিবিয়ানে ও সারা বিশ্বের বিমান যোগাযোগ এখনও স্বাভাবিক নয়। এতসব দুর্ভাবনা নিয়ে খেলাও কঠিন।’
‘এছাড়া ঈদের পর ঢাকা প্রিমিয়ার লিগের খেলা যদি শুরু হয়, সেটিও ভাবতে হয়েছে। কারণ আমার ক্লাব আমাকে ঘিরেই দল ও পরিকল্পনা সাজিয়েছে। সব মিলিয়েই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিপিএলের যে ফ্র্যাঞ্চাইজি আমার প্রতি আগ্রহী ছিল, তাদেরকে ধন্যবাদ জানিয়েই বলেছি যে এই পরিস্থিতিতে যাওয়া কঠিন।’
মাহমুদউল¬াহ রিয়াদের না করে দেয়ার কারণ ব্যক্তিগত ও পারিবারিক। পরিবারের সবার সঙ্গে কথা বলে মঙ্গলবার মধ্যরাতে (ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তখন বিকেল) না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। মাহমুদউল¬াহ রিয়াদ জানান, তাকে সিপিএলের দুই দল সেন্ট লুসিয়া ও সেন্ট কিটস প্রস্তাব দিয়েছিল। তাদের সেই প্রস্তাব বেশ লোভনীয়ই ছিল। ‘দুই দলের সাথে কথা হচ্ছিল গত চার পাঁচ দিন ধরে। গতকাল পরিবারের সাথে কথা বলেছি। পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই শেষ পর্যন্ত না করে দিতে হয়েছে।’
জানা গেছে তারকা পেসার মোস্তাফিজুর রহমানও পেয়েছিলেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগে খেলার। তবে ব্যক্তিগত কারণে তিনিও না করে দিয়েছেন।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!