ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতিতে মামলার রহস্য উদঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাশাপাশি আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আজ বিকেল পৌনে ৫টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকায় একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত করে শাহরিয়ার সাম্যকে। রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন ১৪ মে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
খুলনা গেজেট/এনএম