খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ
নাশকতার দুই মামলা

সাবেক এমপি মঞ্জুসহ বিএনপির ৬৪ জন খালাস

নিজস্ব প্রতিবেদক

খুলনায় নাশকতার দুই মামলায় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির ৬৪ নেতাকমীকে খালাস প্রদান করা হয়েছে। সোমবার (২৬ জুন) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল খুলনা আদালতের বিচার মো. সাইদুজ্জামান  হিরো এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর রাতে নাশকতার অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানার এসআই আজহারুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন এবং বিষ্ফোরক আইনে ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১১০/১২০ জনের নামে মামলা দায়ের করে যার নং-৩ এসটিসি ৯৩/১৯ ও এসটিসি ৯৪/১৯। ২০১৯ সালের ২৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার মিত্র ৬৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৯ সালের ২৮ আগস্ট বিচারের জন্য মামলাটি সিএমএম আদালত থেকে মহানগর ষ্পেশাল ট্রাইব্যুনালে আসে। ২০২২ সালের ৯ নভেম্বর ষ্পেশাল ট্রাইব্যুনাল মামলাটি জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে পাঠায়। চলতি বছরের ২২ মার্চ আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হয়। মামলার বিচার চলাকালে ২ জন আসামি মৃত্যুবরণ করায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় আদালত দুটি মামলাতেই ৬৪ জন আসামিকে সোমবার খালাস দেন।

এদিকে হয়রানিমুলক মামলা থেকে নির্দোষ খালাস পাওয়ায় মহান আল্লাহতায়ালার নিকট শুকরিয়া আদায় এবং নেতাকর্মীদের চলমান আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ খুলনা মহানগর বিএনপি, থানা, ওয়ার্ড অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক নেতারা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!