সাতক্ষীরা -খুলনা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টায় পাটকেলঘাটা থানাধীন শাকদাহ ব্রিজ এলাকায় নির্মাণাধীন রাস্তায় পড়ে থাকা বালিতে পিছলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আশিক (২৫)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট এলাকার সামছুর রহমানের ছেলে।
আহতরা হলো সাতক্ষীরা শহরতলীর মাগুরা গ্রামের তৈয়বুর রহমানের ছেলে ইমন হোসেন (২৪) ও একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান শিমুল।
আহত শিমুল জানায়, নিহত আশিক তার খালাতো ভাই। তারা পারিবারিক দাওয়াতে শিমুলের বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যায় ইফতারের পর তিনজনে মোটরসাইকেলে পাটকেলঘাটায় যাচ্ছিলো। পথিমধ্যে রাত সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা -খুলনা মহাসড়কের শাকদাহ ব্রিজ এলাকায় পৌঁছালে সেখানে নির্মাণাধীন রাস্তায় পড়ে থাকা বালিতে পিছলে মোটরসাইকেল রাস্তার উপর পড়ে যায়। এ ঘটনায় তারা তিনজনই কম বেশি আহত হয়। তবে আশিক গুরুতর আহত হয়। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এনএম