সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত গৌরপদ দাশ মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান। গত ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে আশাশুনি উপজেলাধীন সাতক্ষীরা- আশাশুনি সড়কের মহেশ্বরকাটি বরফকল এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। একই ঘটনায় আহত আনুলিয়া গ্রামের উকিল গাজী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুরে মারা যায়।
সড়ক দুর্ঘটনায় নিহত গৌরপদ দাশ (৩৫) সাতক্ষীরার আশাশুনি উপজেলার বল্লভপুর গ্রামের সুবোল দাশের ছেলে।
স্থানীয় ইউপি দফাদার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার জানান, উকিল গাজী ও গৌরপদ দাশ গত ১৭ ফেব্রুয়ারি একটি মটর সাইকেলে আনুলিয়া থেকে মহেশ্বরকাটি সেটে মাছ কিনতে আসছিল। পথিমধ্যে সকাল ১০টার দিকে আশাশুনি উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের মহেশ্বরকাটি মাছের সেটের আগে বরফকলের সামনে পৌঁছালে বরফকল থেকে বেরিয়ে আসা একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে তাদের মটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে মটর সাইকেল চালক উকিল গাজী ও আরোহী গৌরপদ দাশ দু’জনেই গুরুতর আহত।
এদের মধ্যে গৌরপদ দাশকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং উকিলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে উকিল গাজী মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন ধরে চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে মারা যান মটর সাইকলে আরোহী গৌরপদ দাশ। সকালে তার মরদেহ গ্রামে নেওয়া হচ্ছে।
খুলনা গেজেট/এনএম