সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ বাজারে ঔষধের ফার্মেসীতে টাস্কফোর্সের অভিযানে তিনজন দোকান মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বিজিবি, ঔষধ প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে গঠিত টাস্কর্ফোস এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ বাজারে কিছু অসাধু ব্যবসায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ, মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর দিক নির্দেশনায় উক্ত বাজারে টাস্কর্ফোসের অভিযান পরিচালনা করা হয়।
টাস্কফোর্সের অভিযান পরিচালনাকালে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ও (গ) ধারা মোতাবেক মেসার্স শাওন ফার্মেসী এর মালিক মোঃ আহসান উল হাবিবকে ৫ হাজার টাকা, মেসার্স বাঁশদাহ ফামের্সীর মালিক মোঃ আবুল হোসেনকে ২ হাজার এবং মেসার্স রাজ মেডিকেল হলের মালিক কামরুজ্জামানকে ২ হাজার টাকা জরিমানা হয়।
সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ বা মেয়াদ উত্তীর্ণ তারিখের পর কোন ঔষধ বিক্রি অথবা বিক্রির উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রি অথবা বিক্রির উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করার দায়ে তাদেরকে এই জরিমানা করা হয়।
উক্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম, বিজিবির নায়েব সুবেদার মোঃ শামীম আলম এবং সাতক্ষীরার ঔষধ প্রশাসনের ঔষধ পরিদর্শক মোঃ বাশারাফ হোসেন উপস্থিত ছিলেন।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এসএস