খুলনা, বাংলাদেশ | ২৯ আশ্বিন, ১৪৩১ | ১৪ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬০
  জুলাই গণহত্যার বিচারে চলতি সপ্তাহে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ, শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরূদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে, তাদের ফেরাতে ইন্টারপোলের সহায়তাও নেয়া হবে : চিফ প্রসিকিউটর

সাজানো মামলায় জেলে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল : হা‌বিব

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, শেখ হাসিনার গাড়ি বহরের হামলার সাজানো মামলায় জেলে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ৭০ বছরের কারাদ্বন্ডাদেশ মাথায় নিয়ে বিনা চিকিৎসায় কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনেছি। কিন্তু ছাত্রজনতার গন অভ্যুত্থানে গত ৫ আগস্ট আমি পূন:জন্ম লাভ করেছি।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলায় পাটকেলঘাটা এলাকায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তালা উপজেলার পাটকেলঘাটার আজিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্রজনতার গন অভ্যুত্থানের পর যারা হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরসহ বিভিন্ন স্থানে হামলা, চাঁদাবাজি ও লুটতরাজ করেছে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

তিনি এসময় বলেন, আগামীতে কোন হিন্দু ধর্মালম্বীদের উপর আঘাত আসলে আমি সামনে থেকে তা প্রতিহত করবো। আপনারা আগামীতে আমাকে ভোট না দিলেও আমি আপনাদের পাশে আছি এবং থাকবো।

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা হিন্দু, বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি সরজিত ঘোষ, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমূখ।

মতবিনিময় সভা শেষে বিকালে তিনি ক্ষতিগ্রস্ত তালা উপজেলার কুমিরা গ্রামের মধু ঘোষ, স্বপন দে এবং ইসলামকাটি এলাকার বিকাশ মজুমদার ও নয়ন মজুমদারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!