খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর
  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

সাকিব-মাহমুদউল্লাহদের সিরিজ বাঁচানোর লড়াই আজ

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। যেখানে দুইটি ম্যাচ খেলে দুটিতেই হারে টাইগাররা। টেস্ট হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যে দুইটি ম্যাচ খেলেছে মাহমুদউল্লাহর দল।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়টিতে হারে বাংলাদেশ। এবার শেষ ম্যাচটিতে হারলে টি-টোয়েন্টি সিরিজও খোয়াবে টাইগাররা।

বৃহস্পতিবার (৭ জুলাই) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে হলে গায়ানায় অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্যই জিততে হবে মাহমুদউল্লাহদের। না হয় টেস্টের তো টি-টোয়েন্টিতেও ২-০তে সিরিজ খোয়াতে হবে বাংলাদেশকে।

এদিকে গায়ানা থেকে আর কোনো ক্যারিবীয় দ্বীপে যেতে হচ্ছে না দুই দলকে। টি-টোয়েন্টি ২০ সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচ গায়ানায় ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এখন পর্যন্ত সব মিলিয়ে সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে। যেখানে রান তাড়া করা দল জিতেছে চারটি ম্যাচ। প্রথমে ব্যাট করা দল তিনটি জিতেছে।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!