অলরাউন্ডার সাকিব আল হাসানের পর ফিফটি হাঁকালেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। যেখানে মুশফিক, মুমিনুলের মতো স্বীকৃত ব্যাটসম্যানরা ওয়ারিক্যানের ঘূর্ণিজাদুতে নাকানিচুবানি খেয়েছেন। সেখানে ৭ বাউন্ডারি হাঁকিয়ে ৯৯ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করলেন মিরাজ। কর্নওয়ালের লেন্থ বলে দুই রান নিয়ে ফিফটি পূরণ করেন মিরাজ।
এর আগে ৬৮ রানে রাহকিম কর্নওয়ালের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন সাকিব। গতকাল করা ৩৯ রান নিয়ে আজ দিন শুরু করেছিলেন সাকিব। সে ইনিংসকে নিয়ে গেলেন হাফসেঞ্চুরিতে। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফিরেই হাফসেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ দলের সুপারম্যান। সাকিব সফল হলেও প্রথম দিন ৩৪ রানে অপরাজিত থাকা লিটন দাস ব্যর্থ হয়েছেন আজ। মাত্র ৪ রান যোগ করেই সাজঘরে ফেরেন তিনি।
সাকিব আউট হলে ব্যাট হাতে নামেন টেলএন্ডার তাইজুল ইসলাম। সেট ব্যাটসম্যান মিরাজকে ভালোই সঙ্গ দিচ্ছেন। ইতিমধ্যে ২১ বল মোকাবেলা করে ৫ রান করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২৪ ওভার শেষে ৭ উইকেটে ৩৩৭ রান।
খুলনা গেজেট/এনএম