পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে শারিরীক নির্যাতনের পর কথিত মামলায় আটকের প্রতিবাদসহ তার নিঃশর্ত মুক্তির দাবীতে যশোরের মণিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, যারা পূর্ব পরিকল্পিতভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন চালিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে তাদেরকে তদন্তপূর্বক আইনের আওতায় আনতে হবে।
বুধবার (১৯ মে) বিকেলে মণিরামপুর প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ বাবুল আকতারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক আব্বাস উদ্দীন, প্রেসক্লাবের সহসভাপতি জিএম ফারুক আলম, প্রভাষক নূরুল হক, সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিক, সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক অশোক কুমার বিশ্বাস, নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক হোসাইন নজরুল হক, গীতারানী কুন্ডু, প্রভাষক সঞ্জয় কুমার দে, জয়নাল আবেদীন প্রমুখ।