খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় বিএনপি নেতা-কর্মীদের হামলায় ২১ সাংবাদিক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে নেতৃবৃন্দ সাংবাদিকদের উপর এ নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান, এসএম জাহিদ হোসেন, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, মোঃ হুমায়ুন কবির।

বক্তৃতা করেন ইউনিয়নের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আলমগীর হান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এসএম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মিলন হোসেন শেখ জাহিদুল ইসলাম, ইউনিয়নের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সুনীল দাস, রকিব উদ্দিন পান্নু, মোস্তফা জামাল পপলু, বাবুল আক্তার, বিমল সাহা, শেখ মোঃ সেলিম, প্রবীর বিশ্বাস, এসএম নূর হাসান জনি, দেবব্রত রায়, জাহাঙ্গীর আলম, তিতাস চক্রবর্তী, হাসান আল মামুন, নুরুল ইসলাম লিটু, শেখ মাহমুদ হাসান সোহেল, রিতা রানী দাস, বাপ্পী খান, আল মাহমুদ প্রিন্স, হাসানুর রহমান তানজীর, শাহজালাল হোসেন মোল্লা মিলন, মিজানুর রহমান, পলাশ দত্ত, দিলীপ পাল, শেখ কামরুল আহসান, এমএম মিন্টু, আব্দুস সামাদ, এসএম বাহাউদ্দিন, রফিক আলী, শশংক স্বর্নকার, সাগর সরকার, তুফান গাইন, সোহেল রানা, মামুন খান, শেখ শান্ত ইসলাম, মোঃ জুয়েল, সোহেল রানা, পলাশ চন্দ্র ঢালী, মনোজ দাস, বিধান বিশ্বাস, রিংটন মন্ডল, এমএ এরশাদ, তরুণ চক্রতর্তী বিষ্ণু, জিএম দুলাল, আমিরুল ইসলাম বাবু, মাহফুজুর রহমান সুমন, মোশারেফ আলী সোহেল, আরিফুর রহমান, সামছুন্নাহার মেঘলা, নাসরিন আক্তার শাপলা, দিলরুবা ইসলাম, পিংকি জাহানারা, জাহাঙ্গীর আলম রায়হান, একরামুল হোসেন লিপু, এম রোমানিয়া, আতিয়ার রহমান, ইমাম হোসেন সুমন, ইলিয়াস হোসেন লাবু, মোঃ বেনজীর হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার হোসেন মানিক, সাইফুল ইসলাম, আল-আমিন শেখ, বরুন মন্ডল, শংকর কুমার বিষ্ণু, মোঃ মেহেদী হাসান, মোঃ জামাল হোসেন, শহিদুর রহমান, শেখ জুয়েল, মুকুল রঞ্জন, ওমর ফারুক, মোক্তাজুল ইসলাম সোহাগ, বাসুদেব রায়, উজ্জ্বল রায়, মোঃ রিপন হাওলাদার, পারভেজ খান, মোঃ এজাজ আলী, জিলহজ হাওলাদার, ফেরদৌসুর রহমান পিয়াস, রাসেল দেওয়ান, দেবাশীষ জোদ্দার, সাংবাদিক আবু হারুনার রশিদ, এম রুহুল আমিন প্রমুখ।

এদিকে মানববন্ধন কর্মসূচিতে মহানগর যুবলীগ, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন ও খুলনা টিভি রিপোর্টাস ইউনিটি, খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করেন এবং উপস্থিত ছিলেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!