ভরা মৌসুমে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়লেও দাম কমছে না বাজারে। ফলে সাধারণ মানুষের নাগালের বাইরেই থেকে থাকছে জাতীয় মাছ হিসেবে পরিচিত এই মাছটি। নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে গত কয়েক দিনের তুলনায় ইলিশের আমদানি বেড়েছে। ইলিশ কেনায় ক্রেতার আগ্রহ থাকলেও এখনও নাগাল পাচ্ছেন না।
বিক্রেতারা জানিয়েছেন, চট্টগ্রাম অঞ্চলের সমুদ্রের মাছ এবং বরিশাল অঞ্চলের নদীর মাছ সমান হারে পাওয়া যাচ্ছে। যার ফলে মাছের সরবরাহ স্বাভাবিক রয়েছে। দিন যত বাড়বে, মাছের দাম তত কমতেই থাকবে। কিন্তু কার্যত সে অব্স্থা চোখে পড়ছে না বাজারে। খুলনার বাজারগুলোতে আকার ভেদে ৮০০ থেকে ১৬/১৭ শ’ টাকা কেজিতে ইলিশ বিক্রি হচ্ছে।
বাজারের ব্যবসায়ীদের তথ্যমতে, ৫০০-৬০০ গ্রাম ওজনের মাছের কেজি ৬৫০ টাকা, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছের কেজি ৮০০-১০০০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের মাছের কেজি ১০০০ থেকে ১২০০ টাকা এবং ১ কেজি বা এর অধিক ওজনের সাইজের মাছের কেজি ১২০০ থেকে ১৫০০ টাকা।
খুলনার ময়লাপোতা সান্ধ্য বাজারে, ৪৫০-৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৫০০-৬০০ টাকা। ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজিতে ১০০০টাকা। ৯০০-৯৫০ গ্রাম ওজনের ইলিশের কেজিতে ১২০০ টাকা, যা গত কয়েক দিন আগে ১৮০০ টাকা কেজিতে বিক্রি হয়েছিলো।
এক বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়, যা আগে ২৬০০-২৮০০ টাকায় বিক্রি হয়েছিলো।
মাছ বিক্রেতা সাইফুল হোসেন বাদশা বলেন, ৩-৪ দিন আগের থেকে মাছ বেশি আমদানি হয়েছে। তাই বাজারে মাছের পরিমাণও বেড়েছে। তবে ক্রেতারা আসছেন আর দাম শুনে চলে যাচ্ছেন।
খুলনা গেজেট/ টিএ