খুলনা, বাংলাদেশ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪

Breaking News

  ইসি গঠনে সার্চ কমিটির ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রদান
  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তিন সহযোগী গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত
খুলনায় বিএনপির মানববন্ধন

সরকারের মন্ত্রীরা অধিকাংশ ব্যবসায়ী ও বাজার সিন্ডিকেটের হোতা : মঞ্জু 

নিজস্ব প্রতিবেদক

জনসমর্থনহীন লুটেরা সরকারের শাসনামলে জনগণের দুর্ভোগ আর যন্ত্রণা বহুপূর্বেই সহ্যের মাত্রা ছাড়িয়েছে। আমনের ভরা মৌসুমে চালের দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে। গত কয়েকমাস ধরেই চালের বাজার অস্থিতিশীল, অথচ সরকার নির্বিকার। কিছুদিন পূর্ব পর্যন্ত পেঁয়াজের ঝাঝে নাকাল মানুষ এখন ভোজ্যতেলের বাজারের উত্তাপে পুড়ছে। নিত্যপণ্যের বাজারের লাগামহীন উর্ধ্বগতিতে নাগরিকদের এখন ত্রাহি অবস্থা। সরকার ব্যস্ত রাজনৈতিক আনন্দ আয়োজনে। নানাবর্ষ পালনে সরকারের সমস্ত প্রশাসনযন্ত্র এতটাই ব্যতিব্যস্ত যে, জনদুর্ভোগ তাদেরকে স্পর্শ করে না। যেহেতু সরকার জনগণ কর্তৃক নির্বাচিত নয় অথবা সরকার গঠনে জনগণের ভোটের তোয়াক্কা করতে হয় না, যার কারণে জনগণের জীবনযাপন নিয়ে তাদের কোন মাথাব্যাথা নেই। সরকারের মন্ত্রীরা অধিকাংশ ব্যবসায়ী এবং বহুআলোচিত বাজার সিন্ডিকেটের হোতা। সরকার সংশ্লিষ্ট সুবিধাভোগী অসাধু ব্যবসায়ীগণ। যার ফলে যে যেমন পারছে, অবাধে জনগণের পকেট কেটে নিজেদের আখের গুছিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে।

এই লুটেরা সরকার যতক্ষণ ক্ষমতায় আছে, ততক্ষণ জনদুর্ভোগ লাঘব হওয়ার কোন কারণ নেই। জনগণের যাবতীয় সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হল একটি জনরায়ের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকার । দলনিরপেক্ষ সরকারের অধীনে একটি শক্তিশালী নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশকে বিদ্যমান মহাসংকট থেকে মুক্তি দেয়ার একমাত্র উপায়।

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ে সামনে খুলনা মহানগরীর থানা পর্যায়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের প্রতিবাদে এবং বানিজ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপির যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।

সদর থানার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজির উদ্দিন আহমেদ নান্নুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। সভা পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ। সভায় উপস্থিত ছিলেন শেখ মোশারফ হোসেন, রেহেনা ঈসা, অধ্যক্ষ তরিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, গিয়াস উদ্দিন বনি, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, একরামুল কবির মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, ইমতিয়াজ উদ্দিন লাভলু, শামসুজ্জামান চঞ্চল, আবু সাইদ শেখ, হাফিজুর রহমান মনি, বদরুল আনাম খান, শেখ জামিরুল ইসলাম, শেখ ইমাম হোসেন, আফসার উদ্দিন মাস্টার, ইশহাক তালুকদার, আব্দুল মজিদ মাস্টার, শাহাবুদ্দিন মন্টু, আকরাম হোসেন খোকন, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, মোস্তফা কামাল, জাহিদ কামাল টিটো, নাসির খান, আব্দুল জব্বার, ওহেদুর রহমান দীপু, আসলাম হোসেন, তৌহিদুল ইসলাম খোকন, মেহেদী হাসান সোহাগ, মোল্যা ফরিদ আহমেদ, কবির মোল্যা, মোহাম্মদ আলি, আব্দুল আলিম, রিয়াজুর রহমান, বাচ্চু মীর, কাজী মাহমুদ আলি, সিরাজুল ইসলাম লিটন প্রমুখ।

অনুরূপ মানববন্দন কর্মসূচি পালিত হয় সকাল ১১টায় খালিশপুর থানা বিএনপির উদ্যোগে বৈকালী মোড়ে থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম জিয়ার সভপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, শেখ সাদী, নিজামুর রহমান লালু, বিপ্লবুর রহমান কুদ্দুসসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মি।

অপরদিকে সকাল ১১টায় খানজাহান আলি থানা বিএনপির উদ্যোগে বাসস্ট্যান্ড চত্বরে মানববন্দন কর্মসূচি পালিত হয়েছে থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন শেখ ইকবাল হোসেন, অধ্যাপক ওহেদুজ্জামান এনামুল হাসান ডায়মন্ড, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আলমগীর হোসেন প্রমুখ। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!