খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

সকাল ১০টা পর্যন্ত কক্সবাজারে অবরোধ স্থগিত

গে‌জেট ডেস্ক

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছিলেন নেতাকর্মী ও সমর্থকরা। টানা তিন ঘণ্টা চলার পর পর্যটকদের কথা চিন্তা করে সোমবার (১ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত অবরোধ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে মেয়রের বিরুদ্ধে মামলার খবর ছড়িয়ে পড়লে রোববার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। শহরের কলাতলী, সুগন্ধা, বাস টার্মিনাল, বাজারঘাটা, হলিডে মোড়সহ কয়েকটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া জেলার উখিয়া, মহেশখালী, টেকনাফসহ কয়েকটি উপজেলা শহরেও বিক্ষোভ করেছেন নেতা-কর্মীরা।

এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বৈঠকে বসে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সেই বৈঠকে সোমবার সকাল ১০টা পর্যন্ত অবরোধ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহেদ আলী।

উল্লেখ্য, গেল বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মুনাফ সিকদারসহ দুজনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুনাফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মুনাফ সিকদারের বড় ভাই মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেন। মামলায় মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনকে আসামি করা হয়।

আহত মুনাফ সিকদার (৩২) শহরের পেশকারপাড়া এলাকার শাহাব উদ্দিন সিকদারের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং শহর যুবলীগের সভাপতি প্রার্থী। আহত অপরজন হলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ছনখোলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ তারেক (২২)।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!