খুলনা, বাংলাদেশ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সাড়ে ৩ ঘণ্টা পর সচল হল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

সংগীতকে বিদায় জানাচ্ছেন এ আর রহমান?

বিনোদন ডেস্ক

ভারতীয় সংগীতশিল্পী, পরিচালক, গায়ক ও প্রযোজক এ আর রহমান। যিনি বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিকে বিশ্ব মহলে তুলে ধরেছেন সুউচ্চ অবস্থানে। এখনও উপমহাদেশের সঙ্গীত পরিচালকদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর তকমা তার। জিতেছেন অস্কার ও গ্র্যামির মত বড় অ্যাওয়ার্ড।

এদিকে বিচ্ছেদের পথে হাঁটছেন এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন সায়রা বানুর আইনজীবী। তবে এই সব জল্পনার মাঝে কি কাজ থেকে বিরতি নিচ্ছেন এআর রহমান? এই প্রশ্নও উঠেছে। এর উত্তর দিলেন সুরকারের কন্যা খাতিজা রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে খাতিজা রহমান জানান, কাজ থেকে বিরতি নেওয়ার খবরও স্রেফ গুজব। এর কোনও ভিত্তি নেই। তিনি স্পষ্ট লেখেন, ‘দয়া করে এই অপ্রয়োজনীয় গুজব ছড়ানো বন্ধ করুন।’

রহমানের বিচ্ছেদের ঘোষণার পরেও কড়া ভাষায় সরব হয়েছিলেন খাতিজা। মোহিনীর সঙ্গে নাম জড়িয়ে দেওয়ায় তিনি বলেছিলেন, ‘সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধেরা।’

প্রসঙ্গত, ১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। খাতিজা, রহিমা ও আমিন, তিন সন্তানের জন্ম হয়েছে। মেয়ে খাতিজার বিয়েও হয়ে গেছে।

বিয়ের এত বছর পর হঠাৎ কেন বিচ্ছেদের পথে হাঁটলেন রহমান ও সায়রা এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এক্স হ্যান্ডেলে রহমান নিজের ও সায়রার যৌথ বিবৃতি শেয়ার করেছেন। যাতে জানানো হয়, দাম্পত্যের তিরিশ বছরের জন্য অনেক প্রত্যাশা ছিল রহমান ও তার স্ত্রীর কিন্তু তা হল না।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!