পেহেলগাম কাণ্ড নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিলেন। এবার সরাসরি পাকিস্তানকে কটূ ভাষায় আক্রমণ করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বর্তমানে ভারতের প্রেক্ষাগৃহে চলছে দেশাত্মবোধক ছবি ‘কেসরী চ্যাপ্টার ২’। সেই ছবির প্রদর্শনে শনিবার হঠাৎ এক প্রেক্ষাগৃহে হাজির হন অক্ষয়। ছবি শেষ হয়ে যাওয়ার পরে দর্শকদের সঙ্গে কথা বলেন তিনি।
সেখানেই সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে পেহেলগাম প্রসঙ্গ। যেখানে প্রকাশ্যেই পাকিস্তানকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন অক্ষয়।
অভিনেতা দর্শকদের বলেন, “দুর্ভাগ্যবশত, আমাদের মনে আবার ক্ষোভ জেগে উঠেছে। আপনারা সবাই বুঝতেই পারছেন, আমি কার কথা বলছি।”
‘কেসরী ২’-তে শত্রুদের ইংরেজি ‘ফ’ অক্ষরের গালি দিয়েছেন অক্ষয়। পাকিস্তানের ক্ষেত্রে সেই একই শব্দ ব্যবহার করতে চান বলে জানান তিনি।
অভিনেতা বলেন, “ওই জঙ্গিদের একটাই কথা বলতে চাই, যা আমি এই ছবিতে বলেছি।”
এই মন্তব্য করার পরেই মঞ্চ থেকে দর্শকদের দিকে মাইক ঘুরিয়ে দেন অক্ষয়। সমবেত কণ্ঠে দর্শকরা বলে ওঠেন, “পাকিস্তান তোমাকে…”।
প্রতিবেশী দেশকে সরাসরি গালিগালাজ করার ভিডিও নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে বেশ বিতর্কেরও শুরু হয়েছে।
জানা গেছে, অক্ষয়ের নতুন সিনেমাতেও নাকি বিশেষ গুরুত্ব রয়েছে এই সংলাপের।
পেহেলগাম কাণ্ডের ঠিক পরের দিনই সামাজিক মাধ্যমে অক্ষয় লিখেছিলেন, পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা করা হল। পরিবারের জন্য প্রার্থনা করছি।
খুলনা গেজেট/এএজে