বিশ্বের সবচেয়ে আলোচিত ফ্যাশন ইভেন্ট মেট গালার জন্য প্রস্তুতি চূড়ান্ত। আগামী ৫ মে নিউ ইয়র্কের আইকনিক মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। আর তার এই যাত্রায় তাকে দেখা যাবে এশিয়ার আলোচিত ফ্যাশন ডিজাইনার সাব্যসাচী মুখার্জির ডিজাইন করা পোশাকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, কিছুদিন ধরেই গুঞ্জন শুরু হয়েছিল, শাহরুখ খান মেট গালায় অংশ নিতে পারেন। ফ্যাশন বিশ্লেষক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ডায়েট সাব্য’ প্রথম দিকেই ইঙ্গিত দিয়েছিল এ নিয়ে। তবে রোববার (২৭ এপ্রিল) ‘ডায়েট সাব্য’ নিশ্চিত করেছে—হ্যাঁ, কিং খান চলতি বছর মেট গালার রেড কার্পেট মাতাতে চলেছেন। আর এভাবেই শাহরুখ প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালায় হাঁটার গৌরব অর্জন করবেন।
শুধু শাহরুখই নন, এই গালায় অংশ নিচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি এবং গায়ক দিলজিৎ দোসাঞ্জও। কিয়ারা বর্তমানে তার প্রথম সন্তান আগমনের অপেক্ষায় আছে। ডায়েট সাব্যর পোস্টে লেখা হয়েছে, ‘‘জাতীয় শিরোনাম দখল, থ্রেডস জুড়ে উত্তেজনা, এন্টারটেইনমেন্ট সাইটগুলোর উন্মাদনা, টুইটারে ঝড়—সব মিলিয়ে মেতে উঠেছে পুরো নেটদুনিয়া। আমরা নিশ্চিত করতে পারি: হ্যাঁ, শাহরুখ খানই আসছেন মেট গালা ২০২৫-এ। আর তাকে দেখা যাবে ভারতের সবচেয়ে বড় বিলাসবহুল ব্র্যান্ড সাব্যসাচীর পোশাকে।’’ শাহরুখ ভক্তরা ডায়েট সাব্যের ঘোষণা আসার পর থেকেই দারুণ উচ্ছ্বাসিত। নেটিজেনরা নিজের অনুভূতির কথা ভাগ করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
উল্লেখ্য, এর আগে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া এবং ইশা আম্বানি মেট গালায় অংশ নিয়েছিলেন। তবে এবার প্রথমবারের মতো একজন ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে শাহরুখ খান সেখানে ইতিহাস গড়তে চলেছেন।
এ বছরের মেট গালার থিম, ‘Superfine: Tailoring Black Style’, যা মনিকা এল. মিলারের বই Slaves to Fashion-এর অনুপ্রেরণায় নির্ধারিত। এবারের ড্রেসকোড—‘Tailored for You’। এবার মেট গালায় আমন্ত্রিতরা কালো পোশাকে অংশ নেবেন। প্রতি বছরই মেট গালার পোশাক নিয়ে আলোচনা চলে, এবার সেখানে শাহরুখ খান ভিন্নমাত্রা যুক্ত করতে যাচ্ছেন সেটা বলার অপেক্ষা রাখে না।
খুলনা গেজেট/জেএম