খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি
  আজ সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

শ্রমিকদের পাওনার দাবিতে মহসেন জুট মিল মালিকের বাসভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক

খুলনার শিরোমনি শিল্পাঞ্চলের বেসরকারি মহসেন জুট মিলের শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মিল মালিকের বাসভবন ঘেরাও করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা শেরে বাংলা রোডস্থ মহসেন জুট মিলের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলামের বাসভবন ঘেরাও করে মিলের শ্রমিকরা।

শ্রমিক নেতারা বলেন, মিলের সিবিএ নেতাদের সহযোগিতায় ২০১৩ সালে মিলটি কৃত্রিম অর্থ সংকট দেখিয়ে শ্রম আইনকে তোয়াক্কা না করে বন্ধ করে দেওয়া হয়। মিল বন্ধের ৯ বছর অতিবাহিত হলেও মিলের মালিক প্রায় ৪ শতাধিক শ্রমিক-কর্মচারীদের পাওনা ১১ কোটি টাকা পরিশোধ না করে মিলের কতিপয় নেতাদের নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। মিল বন্ধ হওয়ার পর থেকে ৮২ জন শ্রমিক টাকা মিল মালিকের নিকট পাওনা থাকার পরও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। আগামি ১ সপ্তাহের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হলে মিল মালিকের বাসভবনে লাগাতার অবস্থান ও মহসেন জুট মিলের মালিককে বাড়িতে অবরুদ্ধ করে রাখা হবে।

এসময় প্রধানমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, খুলনা জেলা প্রশাসক, ও খুলনা বিভাগীয় শ্রম পরিচালক এর আশু হস্তক্ষেপ কামনা করেন শ্রমিকরা।

বেসরকারী পাট সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় সভায় বক্তৃতা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম কাগজি, মোঃ নিজামউদ্দিন, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!