ভারত থেকে আমদানি করে আনা এক ট্রাক সামুদ্রিক মাছ শুল্ক ফাঁকি দিয়ে পাচারের সময় আটক করেছে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ১টার দিকে বেনাপোল বন্দরের টিটিবির মাঠ থেকে মাছের চালান সহ ট্রাকটি আটক করা হয়।
এদিকে অবৈধভাবে আমদানিকৃত সামুদ্রিক মাছের আমদানিকারক যশোরের ফাইম এন্টারপ্রাইজ এবং পণ্য খালাসকারী সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোলের সানমুন এন্টারপ্রাইজ।
কাস্টমস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কোনো এক সময় ভারত থেকে WB, 25 E-4814 নম্বরের একটি ট্রাক ২৫০টি কার্টুনে ৫ হাজার কেজি সামুদ্রিক মাছ নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে মাছের ট্রাকটি নিয়ম অনুযায়ী বন্দরের ৩১ নম্বর শেডে রেখে কাগজপত্রের আনুষ্ঠানিকতা ও সরকারের রাজস্ব পরিশোধ করার কথা। কিন্তু আমদানিকারকেরা সেটি না করে বন্দরের টিটিবি মাঠে নিয়ে খালাস করছিল। খবর পেয়ে কাস্টমস সদস্যরা অভিযান চালালে চালকসহ অভিযুক্তরা পালিয়ে যান। পরে ভারতীয় ট্রাকটি আটক করে কাস্টমস সদস্যরা।
বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানায়, শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে জব্দকৃত মাছ নিলামে তোলা হয়েছে। আর যাতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায় এজন্য ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/ এস আই