ছয় বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে মোহন মিয়া নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর খানজাহান আলী থানার যোগিপোল এলাকা থেকে আটক করা হয় তাকে। ওই এলাকার সেলিম মিনার ছেলে সে।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বলেন, মোহন মিয়া যোগিপোল ইউনিয়ন সংলগ্ন ইকবালের ফার্ণিচার দোকানের কর্মচারি। বেলা ১১ টার দিকে দোকানের পার্শ্ববর্তী মনিরা বেগমের পরিত্যাক্ত ভবনের ভেতরে ডেকে নেয় ওই শিশুকে। এরপর তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে মোহন। পরে শিশুটির চিৎকার শুনে প্রতিবেশী হালিমা বেগম ছুটে আসে। ধষণের বিষয়টি জেনে শিশুটির মাকে খবর দেওয়া হয়।
ভিকটিম মাকে কাছে পেয়ে ঘটনাটি খুলে বলে। ভয়ভীতি দেখিয়ে এর আগেও শিশুটিকে কয়েক দফায় ধর্ষণ করেছে বলে শিশুটি মায়ের কাছে প্রকাশ করেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা করেছেন, যার নং ২। শনিবার বিকেলে অভিযুক্ত মোহন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই