খুলনা, বাংলাদেশ | ৯ কার্তিক, ১৪৩১ | ২৫ অক্টোবর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১২৯
  সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর উপদেষ্টা পরিষদের বৈঠকে সিন্ধান্ত
  তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তিন রিভিউ আবেদনের শুনানি ১৭ নভেম্বর

শিশুদের সব বিষয়ে নেতৃত্বদানের উপযোগী করে গড়ে তুলতে হবে : সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আজকের শিশুরাই ভবিষ্যতে জাতির নেতৃত্ব আসীন হবে। সে কারণে তাদেরকে সব বিষয়ে নেতৃত্বদানের উপযোগী করে গড়ে তুলতে হবে। উনিশ’শ ছিয়ানব্বই সাল থেকে শিশু শিক্ষা ও শিশু স্বাস্থ্য নিশ্চিতকল্পে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরে তিনি বলেন, শিশুদের মৌলিক সকল চাহিদা পূরণে বর্তমান সরকার সবসময় কার্যকর ভূমিকা রেখে আসছে। কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে প্রান্তিক জনপদের জন্যও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে।

সিটি মেয়র আজ শনিবার সকালে নগরীর রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলোরিয়াসিস নির্মুল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এ কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মহানগরীর ১’শ ৪২টি প্রাথমিক বিদ্যালয় ও ৫৩টি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চলমান থাকবে। ৬৮ হাজার ৬’শ ২ জন শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। একজন শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সিটি মেয়র এ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, গৃহীত এ কার্যক্রম শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির যথাযথ বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

কেসিসি’র কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো: মনিরুজ্জামান, সংরক্ষিত আসনের কাউন্সিলর রেকসনা কালাম লিলি, প্রাথমিক শিক্ষা বিভাগীয় কার্যারয়ের উপ-পরিচালক মো: মাহবুব ইলাহী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সিরজুদ্দোহা ও স্বাস্থ্য অধিদপ্তর-খুলনার সহকারী স্বাস্থ্য পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ। স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্ষুদে ডাক্তার ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!