নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের শিরোমণি পূর্বপাড়ার শেখ নাজিম উদ্দীনের পুত্র দিনমুজুর মিলন শেখ(৩৫) বিষপানে আত্মহত্যা করেছে। ২১ আগস্ট শনিবার দুপুরে ধানের পোকা দমনের জন্য ঘরে রাখা কিটনাশক পান করার পর ঘরের বাইরে এসে বমি করে চিৎকার করতে থাকে মিলন । এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়। এলাকাবাসী থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
এ ব্যপারে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস জানান, লাশের ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছিলো। মিলনের স্ত্রী ও ২ সন্তান রয়েছে।
এলাকাবাসি জানান, করোনা কালিন সময়ে কোন কাজ না থাকায় মিলনের সংসারে প্রতিনিয়ত অভাব লেগে থাকতো, মূলত অভাবের তাড়নায় তিনি আত্নহত্যা করেছেন।
খুলনা গেজেট/কেএম