পাইকগাছার শিবসা নদীতে শনিবার দুপুরে মৎস্য অধিদপ্তর ও নৌ-ফাঁড়ি পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেট-জাল জব্দ করা হয়েছে।
অভিযানে উপজেলার সোলাদানা ও দেলুটি ইউনিয়ন সংলগ্ন শিবসা নদী থেকে ৫ হাজার মিটার নিষিদ্ধ নেট জাল জব্দ করা হয়। পরে জব্দ হওয়া নেট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের নেতৃত্বে অভিযানে নৌ-ফাঁড়ি পুলিশের এএসআই আকরাম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।