নাভারণের সাতক্ষীরা মোড় এলাকা থেকে ১ হাজার ৪০ কেজি ভারতীয় চন্দন কাঠ উদ্ধার করেছে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা। যার সিজার মূল্য ১ কোটি ৫৬ লাখ টাকা। মঙ্গলবার চন্দন কাঠগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বিজিবি জানায়,গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ চন্দন কাঠের একটি চালান নাভারণের সাতক্ষীরা মোড় এলাকা দিয়ে যশোরে নেওয়ার জন্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শহীদুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে কয়েকজন চোরাকারবারি চন্দন কাঠের চালানটি ফেলে পালিয়ে যায়। এ সময় ওই কাঠগুলো ক্যাম্পে নিয়ে পরিমাপ করে ১ হাজার ৪০ কেজি চন্দন কাঠ পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৫৬ আড়াই লাখ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানী সদরের কমান্ডার নায়েব সুবেদার শহিদ ১ হাজার ৪০ কেজি চন্দন কাঠ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট / এমএম