যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাফার সার গোডাউন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন আরও ৭জন। নিহত হারুন যশোর সদর উপজেলার সরাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে তিনি ঝিকরগাছায় এক আত্বীয়ের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে যাচ্ছিলেন। পথে রোববার (৫ জানুয়ারি) দুপুরে তারা দুর্ঘটনায় পতিত হন।
আহত অন্যরা হলেন, একই গ্রামের বাচ্চুর স্ত্রী রোজিনা বেগম (৩৫), আবু বক্কর (১০), আশাদুলের স্ত্রী নাছিমা (৫০), আকবর আলীর ছেলে শামিম (৩২), শফিয়ার রহমানের ছেলে লিটন (২৮), মৃত ওমর আলীর ছেলে বাচ্চু (৫০) ও কাশেম মোল্লার ছেলে ফারুক হোসেন (৪৫)।
আহতরা জানান, তারা সিএনজি নিয়ে ঝিকরগাছায় আত্মীয়ের মৃত্যু বাড়িতে যাচ্ছিলেন। পথে মাগুরা সড়কের বাহাদুরপুরে যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় সিএনজি উল্টে যায়। এতে যাত্রী হারুন ঘটনাস্থলেই নিহত হন। আহত অন্যদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা শঙ্কামুক্ত।
খুলনা গেজেট/এএজে