যশোরের শার্শা থানা পুলিশের ওসি আমির আব্বাসকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। সদর উপজেলার কচুয়া গ্রামের মজনু নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামি হওয়ায় গত রোববার উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একইদিন তার স্থলাভিষিক্ত হয়েছেন ইন্সপেক্টর এম রবিউল ইসলাম।
নবাগত ওসি কে এম রবিউল ইসলাম জানান, এর আগে তিনি সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে বদলি হয়ে গত রোববার শার্শা থানায় ওসি হিসেবে যোগদান করেছেন।
প্রত্যাহার হওয়ার কথা জানিয়ে আমির আব্বাস বলেন, মামলার কারণে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তিনি দাবি করেন, ওই ঘটনার সাথে তিনি জড়িত নন। তারপরও তাকে মামলায় আসামি করা হয়েছে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী জানান, শার্শা থানা থেকে আমির আব্বাস প্রত্যাহার হয়েছেন। তার স্থলে নতুন ওসি যোগদান করেছেন।
উল্লেখ্য, গত সাড়ে ৬ বছর আগে ২০১৮ সালে সদর উপজেলার কচুয়া গ্রামের মজনু নামে এক ব্যক্তিকে পায়ে গুলি করে হত্যার চেষ্টা এবং চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি তার মা নুরজাহান বেগম খুকি আদালতে মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় তৎকালীন কোতোয়ালি থানার এসআই জামান, এসআই সোহেব, এসআই শেখ আজগার আলী ও এসআই আমির আব্বাসকে। পরে আদালতের আদেশে অভিযোগটি কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।
খুলনা গেজেট/এনএম