খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  রিসেট বাটন বলতে ৭১ এর গর্বিত ইতিহাস নয় দূর্নীতিগ্রস্থ রাজনীতি মুছে নতুন সূচনার কথা বলেছেন ড. ইউনূস : প্রেস উইং
  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

শহীদ সু. মেজর জয়নুল আবেদীনের শাহাদাৎ বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক 

খুলনায় শহীদ সুবেদার মেজর জয়নুল আবেদীনের ৫১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নগরীর নিরালা এম এম সিটি কলেজ ছাত্রাবাস সংলগ্ন শহীদের সমাধিস্থলে স্মৃতিচারণ সভা, কোরআনাখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও শহীদ সুবেদার মেজর জয়নুল আবেদীন ও হাজেরা মানিক স্মৃতি সংসদের মো. মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. সাদিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমেদ, জেলা পরিষদের সচিব বিষ্ণু পদ, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভায় সভাপতিত্ব করেন শহীদ সুবেদার মেজর জয়নুল আবেদীন ও হাজেরা মানিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শেখ মো. শামসুদ্দোহা বাঙালী।

স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, শহীদ সুবেদার মেজর জয়নুল আবেদীনের মতো অকুতোভয় বীরদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ড পেয়েছি। তাদের বীরত্বের কারণে পাকিস্তানী হায়নাদের নাগপাশ হতে আমরা মুক্ত হয়েছি। আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে সারা বিশে^ মাথা উঁচু করে দাঁড়িয়েছি। এসব শহীদদের অবদান বাঙালী জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

বক্তারা আরো বলেন, আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বীরত্ব সর্ম্পকে জানাতে হবে। দেশের সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরতে হবে। এদেশকে ভালোবেসে আমাদের সবাইকে জয়নুল আবেদীনের মতো শহীদদের আত্মত্যাগের প্রতিদান দিতে হবে।

সভায় বক্তারা শহীদ সুবেদার মেজর জয়নুল আবেদীনকে বীর শ্রেষ্ঠ উপাধীতে ভূষিত করার দাবি জানান।
সভা পরিচালনা করেন পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। এসময়ে মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি, সেন্ট জেভিয়ার্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মো. মহিউদ্দিন, সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহেব আলী সরদার, পিএমজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, টিএনটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কুমার মল্লিক, পশ্চিম বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, মানবিক কর্মী শাহ জিয়াউর রহমান স্বাধীন, সোনাডাঙ্গা কলেজিয়েট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম, খন্দকার নাসিরউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আকুঞ্জি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে শহীদের সমাধিস্থলে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মৃতিচারণ সভা শেষে শহীদ সুবেদার মেজর জয়নুল আবেদীনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।- প্রেস বিজ্ঞপ্তি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!