খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

লাইসেন্সবিহীন ৮টি করাত কলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে সরকারী আইন আমলে না নিয়ে বিদ্যুৎ সংযোগ চলমান রাখায় লাইসেন্সবিহীন ৮টি করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করনের সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ আসাদুজ্জামান, শার্শা সামাজিক বনায়ন নাসার্রী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমানসহ বনবিভাগ, বিদ্যুৎ বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার ৫ মার্চ বিকালে বনবিভাগ, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে বেনাপোল বাজারের বাহাদুরপুর সড়ক এলাকায় অবস্থিত লাইসেন্সবিহীন ৮টি করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জানা যায়, বেনাপোল বাহাদুরপুর সড়কে ঘনবসতি ও বন্দরের আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে কোন প্রকার সরকারী অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়াই ৮টি করাতকল তাদের ব্যবসা পরিচালনা করে বৃক্ষনিধন অব্যাহত রাখে। অবাধে কাটা হচ্ছে গাছপালা । এতে করে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করা হচ্ছিলো। এই সব অনানুমোদিত কলের কারণে প্রতি বছর পরিবেশ দূষনের পাশাপাশি সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব আয়।

বেনাপোল পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ আসাদুজ্জামান বলেন, লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে এই সব স’মিল (করাতকল) কার্যক্রম চালিয়ে আসছে। তাদের একাধিকবার চিঠি দিয়ে সতর্ক করা হয় আবাসিক এলাকায় এ কার্যক্রম পরিচালনা না করতে। তারা চিঠি ও মৌখিক কোন নিষেধ শুনছিলো না। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিদ্যুৎ বিভাগ, বন বিভাগ ও পুলিশ প্রশাসন যৌথভাবে আমরা অভিযান পরিচালনা করে ৮টি করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি।

বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান বলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বেনাপোলে অবৈধভাবে লাইসেন্স বিহীন ৮টি করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!