সিনিয়র সাংবাদিক (দৈনিক প্রথম আলো) রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে নওয়াপাড়া প্রেসক্লাব মানববন্ধন করেছে। বুধবার বেলা ১২ টার সময় নওয়াপাড়া প্রেসক্লাবের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ, কামরুল হাসান, কোষাধ্যক্ষ মফিজুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা সুনীল দাস, এস এম আবিদ হাসান, দপ্তর সম্পাদক শাহিন আহেমদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য গাজী রেজাউল করিম, সদস্য মল্লিক খলিলুর রহমান, আশরাফ হোসেন প্রিন্স, গাজী আবুল হোসেন, সাকিব জিকো, ডি আর আনিস, জাকির হোসেন হৃদয়, রিপানুল ইসলাম, শেখ জাবেদ আলী, জসিমউদ্দিন বাচ্চু, শফিকুল ইসলাম পিকুল, সাংবাদিক রবিউল হোসেন বিশ্বাস, আশরাফুল আলম, শেরিফুর রহমান, কামাল হোসেনসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাঁর উপর নির্যাতনকারীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।