খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ধর্মকে কেন্দ্র করে দেশে এমন উন্মাদনা দেখতে চাই না : মির্জা ফখরুল
  কর ফাঁকির মামলায় খালাস পেলেন তারেক জিয়া
  জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর
  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

রূপসায় প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলামের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসা উপজেলার নারকেলি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে আলহাজ্ব শেখ নজরুল ইসলামের জানাজার নামাজ ২১ ডিসেম্বর বুধবার নারকেলি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়েছে।

তিনি রুপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর প্রাপ্ত হয়ে ঘরে বসে থাকেননি যুক্ত ছিলেন সামাজিক-রাজনৈতিকসহ বিভিন্ন অঙ্গনে। তিনি ছিলেন পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য। আলহাজ্ব নজরুল ইসলাম পরোউপকারে এতটাই নিয়োজিত ছিলেন যে, ভুলে গিয়েছিলেন নিজের জীবনের কথা। তাই সংসার জীবনে পা না রেখে চিরকুমার ছিলেন। তাঁর উপার্জিত অর্থ তিনি মসজিদ মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের অসহায় মানুষের জন্য ব্যয় করতেন। তিনি ৭২ বছর বয়সে স্ট্রোক জনিত কারনে ইন্তেকাল করেছেন [ইন্নালিল্লাহি…….রাজিউন]।

পারিবারিক সূত্র জানান, তিনি ২০ ডিসেম্বর বিকেলে বাড়িতে থাকা অবস্থায় অসুস্থ্য হয়ে পড়েন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

তাঁর নামাজে জানাজায় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশার্রফ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তোফা, জেলা আওয়ামীলীগ নেতা ফ, ম, আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ডাবলুসহ বিভিন্ন অঞ্চলের মানুষ।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!