খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

রাসায়নিক দ্রব্য মিশ্রিত ২৫শ’ কেজি  গোবিন্দভোগ আম বিনষ্ট

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে রাসায়নিক দ্রব্য মিশ্রিত ২৫শ’ কেজি অপরিপক্ব গোবিন্দভোগ আম পিকআপের চাকায় পিষে বিনষ্ট করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরে শহীদ সোহওয়ার্দী পার্কে জনসম্মুখে এই আম ধ্বংস করেন।

মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল জানান, শনিবার রাতে পিকআপ ভর্তি অরিপক্ক আম ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল এক ব্যবসায়ি। এসময় মৌতলা বাজার সংলগ্ন এলাকা থেকে পিকআপ ভর্তি আমগুলো আটক করে কালিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী রাতেই পিকআপের চাকায় পিষে আমগুলো বিনষ্ট করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী বলেন, আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় রাসায়নিক দ্রব্য মিশিয়ে আম পাকিয়ে তা বিক্রি শুর করেছেন। এসব অপরিপক্ষ আম ঢাকায় পাঠাচ্ছেন তারা। এই আমগুলো বাজারজাত করতে এখনো যথেষ্ঠ সময় বাকি আছে। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ক। রাসায়নিক দিয়ে কাঁচা আম পাকানো হয়েছে। এই আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!