খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

রাষ্ট্র পরিচালনায় লিডারশিপ তৈরির জন্য পীস স্কুল অগ্রগামী ভূমিকা পালন করছে : ওবায়েদুল্লাহ

গেজেট ডেস্ক 

ইনভাইট পীস স্কুল এন্ড কলেজের কেন্দ্রীয় চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. এ. জেড. এম ওবায়েদুল্লাহ খুলনার একমাত্র ক্যাম্পাসটি পরিদর্শন করেন এবং স্কুল পরিচালনা পরিষদ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অবস্থিত ক্যাম্পাসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ড. এ. জেড. এম ওবায়েদুল্লাহ বলেন, রাষ্ট্র সমাজ গঠনে লিডারশিপ তৈরির জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে একটি সুন্দর শিক্ষা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমরা ২০২৫ সালে ইনভাইট পীস স্কুল এন্ড কলেজ নতুন করে নতুন আঙ্গিকে আবারও চালু করেছি, যা খুলনা শহরের একমাত্র ক্যাম্পাস খুলনা সোনাডাঙ্গাতে স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্র থেকে দেশের সকল ক্যাম্পাসগুলো সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। যাবতীয় শিক্ষা কারিকুলাম, বই, খাতা, ডায়েরিসহ অন্যান্য শিক্ষা উপকরণ ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে। এটি একটি ট্রাই ল্যাংগুয়েল শিক্ষা ব্যবস্থা। আরবি, ইংরেজি ও বাংলা ভাষার সমন্বয়ে প্রণীত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের কাছে সহজ করার জন্য শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

খুলনার ইনভাইট পীস স্কুল এন্ড কলেজের অত্যন্ত দক্ষ ও মেধাবী শিক্ষার্থীদেরকে সাফল্যের শিখরে পৌছানোর জন্য একঝাঁক তরুণ, মেধাবী ও দক্ষ শিক্ষকমন্ডলী নিরলস পরিশ্রম করে যাচ্ছে। পরে তিনি ক্যাম্পাসের ডিজিটাল শ্রেণি কক্ষ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

উপস্থিত ছিলেন ইনভাইট পীস স্কুল এন্ড কলেজের খুলনা ক্যাম্পাসের চেয়্যারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকার খান মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও অধ্যক্ষ মো. কামরুল ইসলাম এর পরিচালনায় মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক ড. জি এম শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক জি এম শহিদুল ইসলাম, দাতা সদস্য আব্দুল গফুর, মোশাররফ হোসেন, অভিভাবক সদস্য এস এ মুকুল, সহকারী শিক্ষক এম এ নায়েব, আঞ্জুমানারা মীতা, নাজমা ইয়াসমিন, সাইফুল্লাহ মানসুর, নাজিবা আক্তার, সাকিবুল ইসলাম, সাইফুল ইসলাম, মহিউদ্দিন ফাহাদ, রিফা আরা মাইশা, ফাতেমা নাসরিন, রেজওয়ানা কাউছার, ফজলে রাব্বি, আকতারুজ্জামান প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!