খুলনা, বাংলাদেশ | ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ১৫ বছর পর আমরা মুক্ত পরিবেশে ঈদ পালন করছি : মির্জা ফখরুল
  প‌বিত্র ঈদুল ফিতর আজ। আমা‌দের অগ‌ণিত পাঠক, দর্শক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে খুলনা গে‌জেট প‌রিবা‌রের পক্ষ থে‌কে শুভেচ্ছা। ঈদ মোবারক

রানা হত্যা মামলার দু’আসামি দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

নগরীর সোনাডাঙ্গা এলাকার চাঞ্চল্যকর রানা সরদার হত্যা মামলায় দু’আসামিকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার (৩০ মে) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক শাহীদুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলো, সোনাডাঙ্গা থানা এলাকার আলীর ক্লাব সংলগ্ন দুলাল ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া আকবর গোলদারের ছেলে আরবি গোলদার ও বকুল বাগান লেন এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে ফরহাদ হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা অনুপ কুমার ঘোষ খুলনা গেজেটকে জানান, ২১ মে দুপুর আড়াইটার দিকে মামলার প্রধান আসামি রাব্বি গোলদারের ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যায়। সন্দেহের তীর রানা সরদারের ওপর পড়ে। এ ঘটনা নিয়ে আলীর ক্লাব সংলগ্ন একটি মাঠে গিয়ে এ নিয়ে তাদের মধ্যে বচসা হয়। এক পর্যায়ে রাব্বি কোমর থেকে একটি ছুরি বের করে রানার বুকের ডান পাশে বসিয়ে দেয়। এরপর জখম অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মারা যায়। এ পর্যন্ত মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

২৬ মে প্রধান আসামি আদালতে নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করে। ওই দিন তদন্ত কর্মকর্তা হত্যাকান্ডের মূল রহস্য বের করার জন্য অপর দু’ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের আবেদন করে প্রেরণ করলে শুনানির জন্য আদালত দিন ধার্য করে। আজ আদালত তাদের দু’জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!