চুকনগরে রাজমিস্ত্রীর বিরুদ্ধে সেনাবাহিনীতে চাকুরির নামে ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজমিস্ত্রী কিভাবে ও কোন অপশক্তির ছত্রছায়ায় থেকে এভাবে সেনাবাহিনীতে চাকুরির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে এক হতদরিদ্র ভ্যান চালক।
উপজেলার মালতিয়া গ্রামের মৃত সুধীর দাসের পুত্র হতদরিদ্র ভ্যানচালক বিকাশ চন্দ্র দাস (৪৫) প্রাপ্ত অভিযোগে বলেন, উপজেলার রোস্তমপুর গ্রামের মৃত মালেক শেখের পুত্র রাজমিস্ত্রী মোঃ সামাদ শেখ (৩৯) তার পুত্র হৃদয় কুমার দাসকে সেনাবাহিনীর অফিস সহকারী পদে চাকুরি দেয়ার কথা বলে ৫ লাখ টাকা দাবি করে। তখন তিনি বিবাদীকে নগদ ৬০ হাজার টাকা প্রদান করে এবং তাকে দিয়ে সাদা ষ্ট্যাম্পে সই করিয়ে নেয়। কিন্তু বিবাদী তার পুত্রকে চাকুরি দিতে ব্যর্থ হওয়ায় টাকা ফেরত চাইলে নানা তালবাহানা শুরু করে।
উল্লেখ্য, বিবাদী তার পুত্রকে একটি ভূয়া নিয়োগ পত্র প্রদান করে। এমতাবস্থায় গত ২৭ আগস্ট সন্ধ্যায় চুকনগর বাজারে বিবাদীর সাথে তার দেখা হলে তার কাছে টাকা ফেরত চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারপিট করতে উদ্যত হয় এবং তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ব্যাপারে বিবাদী মোঃ সামাদ শেখ গত ১ মাস আগে বলেন, কয়েকটা দিন অপেক্ষা করেন সবার চাকুরি দিয়ে দেব। বর্তমানে বলছে আমি রাজমিস্ত্রীর কাজ করি। আমি চাকুরি দেয়ার কে!
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, ভ্যান চালক সামাদ মিস্ত্রীর বিরুদ্ধে এক ব্যক্তি অভিযোগ করেছে।
খুলনা গেজেট/এনএম