রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী অন্তর্ভূক্তি বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিঘলিয়া উপজেলা নারী উন্নয়নের ফোরামের সভানেত্রী মমতাজ শিরীন ময়নার নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলমের নিকট স্মারকলিপি প্রদান করেন। এর আগে একই দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী উপজেলা সদর চৌরাস্তার মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভানেত্রী ও দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা মেম্বার হাফিজা খাতুন, দিঘলিয়া উপজেলাধীন ৬ টি ইউনিয়নের অপরাজিতা যথাক্রমে শাকিলা আক্তার জুই, স্মৃতিকণা, রুবিনা আক্তার,তাসকিরা বেগম, রিনি বেগম, আবেদা বেগম, খুকু মনি ও ফিরোজা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি শেখ মনিরুল ইসলাম, দিঘলিয়া উপজেলা সরকারি প্রথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শেখ আল মামুন।
মানববন্ধন শেষে একই দাবিতে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন ও উপজেলা জাতীয় পার্টির নেতা এড. লুৎফর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করেন।
খুলনা গেজেট/এনএম