খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রবৃমূল্য নিয়ন্ত্রণের দাবি ইসলামী আন্দোলনের

গেজেট ডেস্ক

আসন্ন পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৪ টায় জেলা কার্যালয়ে নিয়মিত মাসিক বৈঠকে নেতৃবৃন্দ এসব দাবি জানান।

জেলা শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা শাখা সেক্রেটারি হাফেজ মো. আসাদুল্লাহ আল গালীবের পরিচালনায় অনুুষ্ঠিত মাসিক সভায় অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলার সহ সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা মোহাঃ মুজিবুর রহমান ,মোহাঃ রেজাউল করিম, মাওলানা আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মো. মুহিব্বুল্লাহ, মাওঃ আসাদুল্লাহ হামিদী, রেজাউল করিম, মো. হায়দার আলী, শেখ মো. ওলিয়ার রহমান, ক্বারী জামাল হোসেন, শেখ ইউসুফ আলী, শেখ রওশন আলী, মো. শফিকুল ইসলাম দাকোপ, মাওঃ মাহবুবুল আলম মাওলানা মো. হারুন অর রশিদ, এইস এম এনামুল হাসান সাঈদ ,মোহাঃ তরিকুল ইসলাম দবীর, মাওলানা আবু সাঈদ, আকিছুর রহমান, মোহাঃ শামীম হোসেন,মুফতি ওমর ফারুক মুফতি ফয়জুল্লাহ ছাত্রনেতা মো. ফরহাদ প্রমুখ।

সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!