রোটারী ক্লাব অব যশোর সেন্ট্রালের আনন্দঘন ১৯তম চ্যাটার্ড ডে উদযাপিত হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) শহরের বকচর হুশতলায় চৌধুরী ফিস হ্যাচারিতে এ উপলক্ষে রোটারিয়ানদের সম্মননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোটারী ডিস্ট্রিক গভর্নর এম. রুবায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
সেন্ট্রাল ক্লাবের চ্যাটার্ড প্রেসিডেন্ট চৌধুরী হেদায়েতুল ইসলাম ভিকুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব প্রেসিডেন্ট খায়রুল কবীর চঞ্চল। উপস্থিত ছিলেন ঢাকা ধানমন্ডি সেন্ট্রাল ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট এটিএম নুরুল কবীর, গভর্নর স্পেশাল এইড এজেডএম সালেক, ডেপুটি গভর্নর জাহিদ আহমেদ লিটন, রিজিয়ন চেয়ার যোগেশ চন্দ্র দত্ত, অ্যাসিসটেন্ট গভর্নর চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, মোর্তুজা আলী, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, বিএমএ যশোরের সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম বেনু, সেন্ট্রাল ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বাবলু, পিপি আব্দুল আলীম, মোস্তফা আলী ও ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালীসহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের ৫৫ বছরের উর্ধ্ব রোটারিয়ানদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া, গরীবদের মাঝে ১০টি সেলাই মেশিন, ৩টি হুইল চেয়ার ও একটি ব্যাটারি চালিত ভ্যান প্রদান করা হয়।
খুলনা গেজেট/এমএইচবি