যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ তিনটি পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন রয়েছেন।
যশোর নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। বৃহস্পতিবার বিকেল চারটার মধ্যে অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। শেষদিনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ও সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু ও সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফাতেমা আনোয়ার।
ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, শেখ জাহিদ হোসেন লাবু, কামাল খান পর্বত ও মনিরুজ্জামান নীরব এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জোস্না আরা মিলি, বাশিনূর নাহার ঝুমুর ও শিল্পী খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদের কাছে প্রার্থীরা অন্যান্য কাগজপত্র জমা দেন। আগামী ২৯ মে যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এএজে