উৎসব মূখর পরিবেশে যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাব যশোরে সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ।
বিকেল সাড়ে পাঁচটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মবিনুল ইসলাম মবিন ও সদস্য সচিব আনোয়ারুল কবির নান্টু। এতে ৯৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মফিজুর রহমান পেয়েছেন ৪০ ভোট। সহ-সভাপতি পদে সিদ্দিকুর রহমান সিদ্দিক ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বি মতিয়ার রহমান পেয়েছেন ৪৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জিলহজ হোসেন। এ পদে জাকির হোসেন ৫৮ ও ওহেদুজ্জামান আহাদ আট ভোট পেয়ে পেয়েছেন। ওলিয়ার রহমান ৮২ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি আশরাফুল ইসলাম পেয়েছেন ৪৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এস এম আসলাম উদ্দীন। তার প্রতিদ্বন্দ্বি তৌহিদুর রহমান তুহিন পেয়েছেন ৫৭ ভোট। প্রচার সম্পাদক পদে আজিবার রহমান ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে সাহেব আলী পেয়েছেন ৪৪ ভোট। নির্বাহী সদস্যের দুটি পদে ৬৯ ভোট পেয়ে ফারুক হোসেন ও ৬৫ ভোট পেয়ে রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফজলুল হক পেয়েছেন ৬৩ ভোট। এর আগে কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন আলামিন হোসেন।
হকার্স ইউনিয়নের এবারের নির্বাচনে আটটি পদের বিপরীতে লড়াই করেন ১৬ জন প্রার্থী। নির্বাচনে একশ’ ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
খুলনা গেজেট/ টি আই