খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

যশোর, মাগুরা, নড়াইলে আরো ৬২ করোনা রোগী শনাক্ত

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনা পরীক্ষায় মঙ্গলবার আরো ৬২টি নমুনা পজিটিভ ফলাফল দিয়েছে। যশোর, মাগুরা ও নড়াইল জেলার সন্দেহভাজন রোগীদের শরীর থেকে এ নমুনা সংগ্রহ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. ইকবাল কবির জাহিদ জানান, সোমবার রাতে তাদের ল্যাবে তিন জেলার মোট ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর জেলার ছিল ১৬৪টি। যশোরের এই নমুনাগুলোর মধ্যে ৪৩টি পজিটিভ শনাক্ত হয়। এছাড়া, এদিন মাগুরার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২টি পজিটিভ শনাক্ত হয়। আর নড়াইলের ১৩টি নমুনার মধ্যে সাতটি পজেটিভ হয়। পরীক্ষার বিস্তারিত ফলাফল সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে।

এদিকে, স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, সোমবার রাত আটটা পর্যন্ত যশোর জেলায় মোট পাঁচ হাজার ২৯২ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৮৭৬ জন। মারা গেছেন ৬৩ জন। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন যথাক্রমে ১৩ ও ৩৪০ জন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!