যশোরে বিআরটিএ অফিসের দালাল আটকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার এ অভিযানে দুই দালালকে অর্থ দন্ড এবং তিনজনের কাছ থেকে মুচলেকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মনিরুজ্জামান।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে বিআরটিএ অফিস কেন্দ্রিক দালালচক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। দালালি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে এসময় দু’জনকে জরিমানা করেন আদালত। বিআরটিএ অফিসের পাশের শাহীন ট্রেডার্সের মালিককে এক হাজার ও পিরু নামে একজনকে দুশ’ টাকা জরিমানা করা হয়। একইসাথে বিআরটিএ অফিসের আশেপাশে যাতে দালালি না করে এ জন্য তিনজনের কাছ থেকে মুচলেকা নেন আদালত।
অভিযানে দালালদের কাছ থেকে বেশ কয়েকজন গাড়ি মালিকের বিভিন্ন ধরনের আবেদন উদ্ধার করা হয়। এসময় দালালচক্রের কাছে না যাওয়ার জন্য উপস্থিত সেবা গ্রহীতাদের নির্দেশনা প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বিআরটিএ অফিসের দালাল চক্রের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/কেএম