যশোর পৌরসভা কর্তৃপক্ষ মশক নিধন অভিযান শুরু করেছে। রোববার (১২ মার্চ) পৌরসভার প্রধান ফটকের সামনে মেয়র হায়দার গণী খান পলাশ এ মশক নিধন অভিযানের উদ্বোধন করেন। এ অভিযান চলবে আগামী সোমবার পর্যন্ত।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান, কাউন্সিলর মোকসিমুল বারী অপু, রাজিবুল আলম, মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার জলি, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু প্রমুখ।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু জানান, ৯টি ওয়ার্ডে ৩টি গ্রুপ মশার বিষ স্প্রে করবে আগামী সোমবার পর্যন্ত। প্রত্যেক টিমের কাছে একটি করে ফগার মেশিন ও ৩টি করে হ্যান্ড মেশিন দেয়া হয়েছে। এরআগে যশোর পৌরসভা মশক নিধন অভিযান চালায় গত বছরের মার্চের মাঝামাঝি সময়ে।
এদিকে, মশার বিষ স্প্রে করার কাজে অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। সঠিক তদারকির অভাবে বিষের বোতল বিক্রি করছে দুর্নীতিবাজ কিছু শ্রমিক। এরআগে বারান্দিপাড়ায় নূর ইসলাম নামে এক শ্রমিক এক বোতল বিষ সরিয়ে রাখার পর ধরা পড়েছিলেন বলে অভিযোগ রয়েছে। খড়কির আখতার হোসেন নামে এক শ্রমিক সর্দার এ কাজ করেন।
যশোর পৌরসভার সচেতন মহল মশার বিষ স্প্রে করার পর স্বস্তি প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে সঠিক তদারকির দাবি জানিয়েছেন শহরবাসী।