যশোর রেলগেট এলাকার পঙ্গু হাসপাতাল থেকে মফিজুর রহমান মফিজ নামে (৬০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। লিফটের নিচ থেকে রক্তাক্ত লাশ উদ্ধার হয়। পুলিশ দাবি করেছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় পঙ্গু হাসপাতালে লিফট সংশ্লিষ্ট তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে পঙ্গু হাসপাতালে মাকে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হন ভূষিমাল ব্যবসায়ী বৃদ্ধ মফিজ। তার বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে।
পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনায় তার ছেলে সোয়েব উদ্দিন (১৮) বৃহস্পতিবার কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। সন্ধ্যায় পঙ্গু হাসপাতালের ৭ম তলায় তার বৃদ্ধ মাকে দেখে নীচে আসেন। এরপর তিনি আর ফিরে আসেননি বলে জিডিতে উল্লেখ করেন।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে। এরপর শনিবার পঙ্গু হাসপাতালে তল্লাশি করে। লিফটের কাছে এসে পুলিশ দল দুর্গন্ধ আচ করে। এরপর বেলা একটার সময় পুলিশ এসে লিফট এর নিচ থেকে বৃদ্ধ মফিজের লাশ উদ্ধার করে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে পুলিশ।
লাশ উদ্ধারের পরপরই থানা পুলিশ, ডিবি পুলিশ জেলা গোয়েন্দা শাখা এবং সিআইডি ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত’র স্ত্রী তরু বেগম জানান, তার স্বামীকে কুপিয়ে ও হাত পা ভেঙ্গে কে বা কারা হত্যা করেছে। তিনি এই হত্যার বিচার দাবী করেন।
মফিজের ভাই খোকন অভিযোগ করেন, তার ভাইকে পরিকিল্পত ভাবে সন্ত্রাসীরা হত্যা করে লাশ আন্ডারগ্রাউন্ড ফ্লোরে লুকিয়ে রাখে। তিনি ঘাতক চক্রকে খুজে বের করে আইনের আওতায় আনার দাবী জানান।
বিষয়টি নিয়ে যশোর পঙ্গু হাসপাতালের রিসিপশন থেকে শারমিন নামে এক তরুনী জানান, পুলিশ তাদের হাসপাতালের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। তাই বক্তব্য দেওয়ার মতো কেউ নেই।
ঘটনাস্থল আসা পুলিশ ইউনিটগুলোর পক্ষে যশোর চাচড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আকিকুল ইসলাম আকিক জানান তদন্ত চলছে। সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি এখনো। নিখোঁজ হওয়ার পর থেকে পঙ্গু হাসপাতালের লিফট এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যাচ্ছে না। ওটা নষ্ট করা হয়েছে মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে হেফাজতে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। হাসপাতালে কঠোর নজরদারি রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সন্দেহ তালিকায় রয়েছে অনেকেই। দ্রুতই হত্যার রহস্য উন্মোচিত হবে। এ দিকে থানা সূত্র জানিয়েছে ঘটনায় পঙ্গু হাসপাতালে ম্যানেজার আতিয়ার রহমান ও লিফটম্যান আব্দুর রহমান ও জাহিদ গাজীকে আটক করা হয়েছে।
খুলনা গেজেট/এএ/এস আই